নিজস্ব প্রতিবেদক ৮ জুলাই ২০২১ , ১১:২৩ পিএম প্রিন্ট সংস্করণ
মোঃ মোয়াশেল ভূঁইয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সর্বশেষ রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
নিহত নারী শ্রমিকরা হলেন: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩৩) ও সিলেট জেলার যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী (৪৫)। এছাড়া আরও কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ছয়জন। কারখানার ছয়তলা ভবনে কিছু শ্রমিক আটকা পড়েছেন বলে জানা গেছে।
কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাশেম ফুডস্ এন্ড বেভারেজের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুস কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক ও কর্মচারী কাজ করেন। ছয়তলা ভবনের নিচতলায় বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। এই ঘটনায় স্বপ্না রানী ও মিনা আক্তার নামের দুই নারী নিহত হন।
রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।