জাতীয়

রূপগঞ্জে যুবক কে গলা কেটে হত্যা

  নিজস্ব প্রতিবেদক ২ এপ্রিল ২০২১ , ২:৩৫ পিএম প্রিন্ট সংস্করণ

 

মোঃ ইসতিয়াক

গত বৃহস্পতিবার) রূপগঞ্জে তারাব পৌরসভার ৩ নং ওয়ার্ড,ঐরাব এলাকায় এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পাওয়া যায়। লাশের পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার আনুমানিক বিকেল 5 টা সময় স্থানীয় লোকজন লাশটি দেখে ট্রিপল নাইনে কল দেয়। এ সময় রূপগঞ্জ থানার তদন্ত অফিসার জসীম ও এসআই রাজু ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং সুরতহাল লিপিবদ্ধ করেন। এরপর সিআইডি ইন্সপেক্টর জহিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং লাশের ডি এন এ সোয়াব, ব্লাড সোয়াব, নেল সোয়াব সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এবং তিনি বলেন যেহুতু লাশটি অজ্ঞাত এসকল আলামতের রাসায়নিক পরীক্ষা করে লাশটি আইডেন্টিফাই করা হবে। লাশের সুরতহাল এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহের পর লাশ টি রাত সাড়ে দশটার দিকে থানায় নিয়ে যাওয়া হয়।লাশের ঘাড়ে, দুই হাতে, এবং পাজরে কোপের চিহ্ন পাওয়া যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কুপিয়ে জখম করার পর, জবো করে হত্যা করা হয়। হত্যার পর এইচ আর বি ব্রিকস এর পাশে একটি শুকনো ডোবায় কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। কে বা কারা এই জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়।