জাতীয়

রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক ৪ মার্চ ২০২১ , ৭:৩৯ পিএম প্রিন্ট সংস্করণ

মোঃ হিমেল ভূইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার ঘটনায় বিল্লাল কাজী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা কাজীপাড়া এলাকা থেকে বিল্লাল কাজী (৬৫) নামের ওই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।

বিল্লাল কাজী উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

এর আগে গত মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিনই রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পুটিনা কাজীপাড়া এলাকায় ১০ বছর বয়সী ওই শারীরিক প্রতিবন্ধি শিশু তার চাচাতো বোনের সাথে বাড়ির পাশে খেলতে গেলে বিল্লাল কাজী তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে বিল্লাল কাজী পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে বিল্লাল কাজীকে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে আদালতেও প্রেরণ করা হয়েছে।