জাতীয়

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান করোনা ভুয়া রিপোর্টের প্রতারণায় প্রধান আসামী মোঃসাহেদ গ্রেপ্তার।

  নিজস্ব প্রতিবেদক ১৫ জুলাই ২০২০ , ৯:৫৩ এএম প্রিন্ট সংস্করণ

 

বর্তমান মহামারী করোনা ভাইরাসে থমকে আছে পৃথিবী। এরই মধ্যে বাংলাদেশের রিজেন্ট হাসপাতে চলছে ভুয়া করোনা রিপোর্টের প্রতারণা। এই প্রতারণার প্রধান আসামী মোঃসাহেদ।

এই ঘটনার খবর পেয়ে প্রশাশন কঠোর ব্যাবস্তা গ্রহন করে।প্রতারক সাহেদ তৎক্ষনাৎ পালিয়ে যায়।গত দুই দিন ধরে প্রসাশন তাকে দেশে সব জায়গায় খুচ্ছে।
অবশেষে আটক হলো সাহেদ।

বুধবার ভোরে RAB এর বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিশেষ অস্রসহ সাহেদকে গ্রেফতার করে RAB।জানা যায় মোঃসাহেদকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।