নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২০ , ১১:২৭ পিএম প্রিন্ট সংস্করণ
মো: আবদুল কাদের,
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে রায়পুরে মাদক সম্রাট জহির(৩২) কে ৮৫ পিচ ইয়াবা ট্যবলেট সহ আটক করেছে পুলিশ। আটককৃত আসামী কেরোয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইউছুপের পুত্র।
রায়পুর থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর এই প্রতিবেদককে জানান , গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির বিক্রির সময় রোববার বিকেলে উপজেলা বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর গ্রামের পাঁকা সড়কের পাশে সুপারী বাগান থেকে ৮৫ পিছ ইয়াবা সহ মাদক সম্রাট জহিরকে আটক করা হয়।
দীর্ঘদিন থেকে কেরোয়া ইউনিয়নে ইয়াবা ও গাজা বিক্রি করে আসছে সে। তার বিরুদ্ধে রায়পুর থানায় ডাকাতির প্রস্তুতি সহ ৫টি মামলা চলমান রয়েছে। আটতকৃত জহিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।