রাজনীতি

রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবুল খায়ের পাটোওয়ারীর গনসংযোগ

  নিজস্ব প্রতিবেদক ২৮ জানুয়ারী ২০২১ , ৩:১৪ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন রামগন্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী  বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাওটারী এর নৌকা মার্কার  নির্বাচনী গনসংযোগ।
২৮ জানুয়ারি রামগন্জ ,পৌর সভা গেইট  সোনাপুর বাজারে এ নির্বাচনী জনসংযোগ করা হয়।
গনসংযোগে অংশ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য মন্জুরুল আলম শাহীন , হাবিবুর রহমান পবন , শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক  মো. আব্দুল হাই , উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাওটারী , সহ- সম্পাদক মনিরুল ইসলাম আকাশ , কার্যকরীসদস্য ইন্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল ,  এড. মো. শওকত হায়াত , কেন্দ্রীয় সদস্য  সাজ্জাদুল ইসলাম , মোজাম্মেল হোসেন , সাইফউদ্দিন শাহজাদা ,  খিজির হায়াত , নিজাম উদ্দিন শামিম , জহিরুল আমিন জহির ,লক্ষীপুর জেলা যুবলীগ এর সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু , সাধারন সম্পাদক  আবদুল্লাহ আল নোমান , ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ সভাপতি খোরশে আলম সাসুদ সহ জেলা,  উপজেলা , পৌর যুবলীগের নেতৃবৃন্দ ।