নিজস্ব প্রতিবেদক ১৪ মার্চ ২০২১ , ১১:০৬ পিএম প্রিন্ট সংস্করণ
মো:আব্দুলল্লাহ্
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃআনোয়ার হোসেন মালের প্রায় ১৬০ শতাংশ (এক একর) বাংঙ্গি ক্ষেতের ফলসহ গাছগুলো উপড়ে ফেলে দুর্বৃত্তরা।গত ১৩/০৩/২১ইং তারিখ দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
উল্লেখিত জমির মালিক মোঃআনোয়ার হোসেন মাল জানান, রাতের আধাঁরে তার জমিনের সকল ফলসহ ফসল নষ্ট করে ফেলে। তিনি বলেন প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফসলের সাথে এ কেমন শত্রুতা? তাদের কোন দৃশ্যমান শত্রু আছে কিনা এ প্রশ্নে জানান আমার কোন শত্রু নাই, আর কে বা কাহারা কেনো আমার এমন ক্ষতি করেছে তা আমি জানি না। আমি রায়পুর থানায় জিডি করেছি। সঠিক তদন্ত নিয়ে প্রশাসনের কাছে আমি বিচার চাই।
স্থানীয় কৃষক মোঃজাকির ঢালী জানান, কোন মানুষ এভাবে ফলসহ ফসলের গাছ উপড়ে ফেলতে পারে আমার বিশ্বাস হয় না। এটা পশুর মত কাজ। আমরা এ পশুদের বিচার চাই।