সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরার মাতুয়াইল নিমতলার (লতিফ ভুইয়া কলেজের)কাছে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
বুধবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে এ আগুন লাগার খবর পাওয়া গেছে । স্থানীয় লোকজন তাত্ক্ষণিক ৯৯৯ জরুরী সেবার ফোন দিয়ে আগুন লাগার বিষয়টি জানায়।
বেলা ১২ টার সময় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণ করেছে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাকারিয়া খান এ তথ্য নিশ্চিত করে জানান, ডেমরা থানাধীন মাতুয়াইল নিমতলার কাছে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।সকাল সাড়ে ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানান।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।