নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর গুলিস্তান-আশপাশের অসহায় হয়ে পড়া কর্মহীন ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে গুলিস্তান ও আশেপাশ এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষে রান্না করা ভাত মুরগির মাংস বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। রমজানের প্রথম দিন থেকে খাবার বিতরণ করছেন সাবেক এ ছাত্রনেতা।
এ ব্যাপারে সাব্বির হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তার নির্দেশে গুলিস্তান ও আশেপাশের এলাকায় কর্মহীন মানুষ রিক্সাচালক পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছি। রমজানজুড়েই এই কর্মসূচি চলমান থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।