প্রচ্ছদ » শিক্ষা » যাত্রাবাড়ীর মান্নান হাই স্কুল এন্ড কলেজে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের বরণ
যাত্রাবাড়ীর মান্নান হাই স্কুল এন্ড কলেজে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের বরণ
নিজস্ব প্রতিবেদক ১২ সেপ্টেম্বর ২০২১ , ১:৫২ পিএমপ্রিন্ট সংস্করণ
সালে অাহমেদ,ডেমরাঃ
আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মান্নান হাই স্কুল এন্ড কলেজ দেখা গেছে, উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করছে। তাদের পরনে সেই চিরচেনা স্কুল ড্রেস, কাঁধে বইয়ের ব্যাগ। তবে করোনার স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করে তারা এসেছে ।
দীর্ঘদিন পর স্কুল খুললেও সহপাঠীদের সঙ্গে আগের সেই হইহুল্লোড় নেই। সামনের বেঞ্চ ধরা নিয়ে নেই হুড়োহুড়িও। শিক্ষকদের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা দূরত্ব বজায় রেখে তারা স্কুলে প্রবেশ করছে।
প্রতিষ্ঠানের প্রধান ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে। তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেছে| অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম, সকল শিক্ষকমন্ডলী, এবং সম্মানিত গভর্ণিং বডির সদ্যদেরনিয়ে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন|