জাতীয়

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক ১৯ নভেম্বর ২০২০ , ১:২০ পিএম প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্কঃ

রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড মিন্টু চত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাক মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ইউসুফ আলী জানান, মিন্টু চত্বর এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান মোস্তাক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মোস্তাক মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।