জাতীয়

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জোড়া পিস্তল এবং গুলিসহ সম্রাট কে গ্রেফতারের ঘটনাটি সাজানো__ এলাকাবাসী ও পরিবার।

  নিজস্ব প্রতিবেদক ১০ জুলাই ২০২১ , ১০:০৩ পিএম প্রিন্ট সংস্করণ

সিরাজদিখান প্রতিনিধিঃ

শনিবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের শাহিনুর বেগম জামিতুস সুন্নাহ ইসলামী মাদ্রাস্যর সামনে এলাকাবাসীর ব্যানারে স্বাস্ব্য্য বিধি মেনে ৩ ফুট দুরত্ব বজায় রেখে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি তোলেন তারা। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী খোভে ফেটে পড়েন।এবং ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলাটি প্রত্যাহার দাবী করেন।
সমবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে র‌্যাবের হাতে জোড়া পিস্তল এবং গুলিসহ গ্রেফতার হওয়া হাফেজ মোহাম্মাদ মাহমুদুল হাসান ( সম্রাট) একজন রিয়েল এস্টেট ব্যাবসায়ীর ছেলে।তার পিতা শাহআলম শাজু ব্যাবসায়িকভাবে প্রতিষ্ঠিত তার ব্যাবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে দমন করতে একটি মহল এই নাটক সাজিয়ে র‌্যাবে ইনফর্মেশন দিয়ে এ ঘটনাটি ঘটিয়েছেন বলেও তার পরিবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে।।গতশনিবার রাতে সাদা পোশাকধারী ৮/৯ জন লোক র‌্যাবে পরিচয় দিয়ে তার বাড়ি থেকে সম্রাট কে গ্রেফতারের পর সিরাজদিখান থানায় সোপর্দ করে।সম্রাট একজন কুয়েতপ্রবাসী।তাকে গ্রেফতারের মাত্র ২৪ দিন পুর্বে সে ছুটিতে দেশে আসে। তাকে গ্রেফতারের ঘটনাটি সাজানো এবং অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে দাবি করে বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে সম্রাটের মুক্তির দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন,সম্রাটের মা .রুজিনা..বেগম, স্ত্রী ….. বেগম,দাদা..শাহজাহান মাদবর সহ স্থানীয় এলাকাবাসী।

উলে­খ্য, উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের শাহআলম শাজুরছেলে সম্রাটকে (২১) গত শুক্রবার রাতে নিজ বাড়িথেকে ঘুমথেকে ডেকে র‌্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দুইটি পিস্তল, গুলি ও মোবাইল উদ্ধার করা হয়।যা সাজানো নাটক বলে সকলের দাবী।