জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

  নিজস্ব প্রতিবেদক ১৪ মার্চ ২০২১ , ৭:০০ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ, ডেমরাঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নং ওয়ার্ডে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ১১,১৩ ও ১৪ মার্চ(বৃহস্পতি,শনি,ও রবিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে ৩ টায় ঢাকা দক্ষিণ সিটির ৬৬ নং ওয়ার্ড কার্যালয়ে ৩  দিনব্যাপী এই কার্যক্রম শুরু হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে  বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের আয়োজন করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ।
এই তিন দিন চিকিৎসা নিতে অাসা নাগরিকদের পুষ্টিসেবা প্রদান, চক্ষু পরীক্ষা ও পরামর্শ, হাড়ের ক্ষয় রোগ নির্ণয়, হৃদরোগ সমস্যা, শিশুরোগ, ডায়াবেটিক ও কিডনি রোগ, মেডিসিন, স্ত্রীরোগ, রক্তের গ্লুকোজ পরীক্ষা এবং নাক, কান ও গলার সমস্যাসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।
একইসাথে সেবাগ্রহীতাদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
এ ব্যাপারে কাউন্সিলর মতিন সাউদ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম।এ স্বাস্থ্যসেবার মাধ্যমে সবাই উপকৃত হতে পারবে।