দেশজুড়ে

মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-০২ নাম ভাঙ্গিয়ে চাকুরী বদলীর নামে ঘুষ গ্রহন

  নিজস্ব প্রতিবেদক ৩০ জুলাই ২০২২ , ৭:৫৫ পিএম প্রিন্ট সংস্করণ

এ আর হানিফ দৈনিক দেশ আমার অনুসন্ধানী প্রতিবেদন:

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকুর নাম ভাঙ্গিয়ে বদলীর নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে হামিম শেখ নামক এক ব্যাক্তির বিরুদ্ধে।পাবনা জেলার চাটমোহর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোসাম্মৎ নাহিদা খাতুনকে নিজের বর্তমান কর্মস্থল থেকে ঢাকায় বদলীর কথা বলে এক লক্ষ ৬০ হাজার টাকা নেন হামিম শেখ।হামিম শেখ গাজী হাফিজুর রহমান লিকুকে নিজের খালু পরিচয় দিয়ে গনভবনে বসে এই টাকা লেনদেন করেন বলেও জানা গেছে,ঘটনার বিবরনে জানা গেছে,চাটমোহর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোসাম্মৎ নাহিদা খাতুন বীর মুক্তিযোদ্ধার সন্তান।শরীরের ডান পাশে নিওরো সমস্যা থাকায় তার নিজ বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে অফিস করা কষ্টসাধ্য।এ কারনে তিনি চাটমোহরে একা একটি বাসা ভাড়া নিয়ে অফিস করেন।জীবনঝুকির মধ্য দিয়ে তিনি দ্বায়িত্ব পালন করছেন।তার স্বামী ব্যাবসায়িক কারনে ঢাকায় বসবাস করেন।একমাত্র সন্তান ভিকারুননিসা নুন স্কুলে বেইলী রোডে একাদশ শ্রেনীতে অধ্যায়নরত।স্বাভাবিক কারনে শারিরীক অসুস্থতা এবং স্বামী-সন্তান ঢাকায় বসবাস করায় তিনিও চাচ্ছিলেন কোন ভাবে ঢাকা শহরের রমনা,মতিঝিল,শাহাবাগ,সুত্রাপুর কিংবা লালবাগে কোথাও পোষ্টিং নিতে।এ কারনে গত ৪ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন।

মহাপরিচালক দপ্তরে আবেদন করার সময় বদলী জটিলতায় ভুগতে থাকা সহকারী থানা শিক্ষা অফিসার নাহিদা খাতুনের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের এপিএস হাবিবুর রহমানের সাথে কথা হয়।তিনি হামিম শেখ নামক ব্যাক্তির সাথে তাকে পরিচয় করিয়ে দেন।হামিম নিজেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকুকে নিজের খালু পরিচয় দেন।এবং ৩ দিনের ভেতর তাকে ঢাকায় বদলী করে নিয়ে আসবেন বলে হামিম শেখ আশ্বাস দেন।পরবর্তীতে হামিম শেখ ভুক্তভোগীকে প্রধান মন্ত্রীর বাস ভবনের ভেতরে নিয়ে বদলীর জন্য তার কাছ থেকে একলক্ষ ৬০ হাজার টাকা নেন।

কিন্তু প্রায় মাস পেরিয়ে গেলেও বদলীর বিষয়ে কোন অগ্রগতি না দেখে হামিম শেখকে দেয়া টাকা ফেরত চাইলে নানা তালবাহানা শুরু করেন। হামিম শেখ ভুক্তভোগীকে জানায় এপিএস লিকু কে দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহিবুর রহমানকে একাধিকবার ফোন করে সুপারিশ করিয়েছি।বদলী ঝুলে থাকায় এবং ঘুষের টাকা ফেরত না পাওয়ায বিপাকে পড়েছেন চাটমোহর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাহিদা খাতুন।

সরেজমিনে খোজ নিয়ে জানাগেছে,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে বসে হাবিবুর রহমান বিভিন্ন বদলী জনিত সমস্যায় থাকা কর্মকর্তা কর্মচারীদের প্রধান মন্ত্রীর কার্যালয়ের এপিএসের নামভাঙ্গিয়ে হামিমকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন।মুলত তারাই তদবীর বানিজ্য করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।
ভুক্তভোগী অনেকেই জানিয়েছেন,হাবিবুর রহমান মহাপরিচালকের দপ্তরটি কুক্ষিগত করে রেখেছেন,তার সাথে মিট মাট না করে কাউকে সে মহাপরিচালকের কাছে পৌছতে দেন না।
এ বিষয়ে হামিম শেখ সংবাদ কর্মীদের বলেন,”নাহিদা খাতুনের কাছ থেকে বদলী বাবদ গনভবনে বসে নেওয়া ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছি,এবং আমার খালু (গাজী হাফিজুর রহমান লিকু এপিএস-০২) কে দিয়ে মহাপরিচালককে ফোন করিয়েছি,বর্তমান মহাপরিচালক বদলীর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না,তাই আমি আমার খালুকে দেওয়া টাকাটা ফেরত দিতে চাইছি”।তবে তিনি নিজে গনভবনে কোন পদে চাকুরী করেন না বলে জানায় হামিম।

আরও খবর:

২ বছর ধরে স্বামী প্রবাসে, সন্তান প্রসবের পর হাসপাতাল থেকে পালালেন গৃহবধূ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর এলাকা হতে মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতিকালে ডাকাতি কার্যে ব্যবহৃত বাস ও দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাত চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব; ডাকাতির শিকার ০২ জন ভিকটিমসহ লুটকৃত পণ্যবাহী গাড়ি উদ্ধার

বাংলাদেশে বড় বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের

বাংলাদেশে বড় বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের

বিএনপির অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপির অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের

‘বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শক্ত অবস্থানে জাতিসংঘ, ড. ইউনূসের বিষয়ে খোঁজ নেয়া হবে’

‘বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শক্ত অবস্থানে জাতিসংঘ, ড. ইউনূসের বিষয়ে খোঁজ নেয়া হবে’

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা