নিজস্ব প্রতিবেদক ৩০ জুলাই ২০২২ , ১২:২৯ এএম প্রিন্ট সংস্করণ
শরীফ আহমেদ দৈনিক দেশ আমার প্রতিবেদন:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০৪ বোতল ফেনসিডিল ও ০৪ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,৩২,০০০/- ( চার লক্ষ বত্রিশ হাজার) টাকা মূল্যের ১০৪ (একশত চার) বোতল ফেনসিডিল ও ০৪ (চার) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইমন হোসেন সুমন (২৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি ডি এস এল আর ক্যামেরা, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০/- ( তিন হাজার চারশত) টাকা জব্দ করা হয়।