রাজধানীর মাতুয়াইলের পূর্ব গোবিন্দপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ রং এবং ফ্লেভারে তৈরি ভেজাল ট্যাং ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোমল পানীয় তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে র্যাব-৩ এর সহযোগীতায় শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্ট লিমিটেডে অভিযান শুরু হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ কালার অ্যান্ড ফ্লেভার ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ভেজাল ট্যাং ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোমল পানীয় তৈরি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে মাতুয়াইলের পূর্ব গোবিন্দপুরে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয় এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।এর পূর্বে ও প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
উল্লেখ্য যে, রমজান উপলক্ষে অরেঞ্জ ড্রিংসের চাহিদা বেশি হওয়ায় বেশি মুনাফা লাভের আশায় তারা মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে এসব তৈরি করছিল। তাদের ছিল না কোনো ল্যাব এবং ল্যাব টেকনিশিয়ান। এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদন থাকলেও ছিল না পরিবেশের ছাড়পত্র ও স্টক লাইসেন্স।