নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২১ , ১০:২৯ এএম প্রিন্ট সংস্করণ
কলেজ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজের কেন্দ্রীয় মসজিদে কর্মহীন ও দুঃস্থ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ইয়াসিন আল অনিক।
কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিদিনই ইফতার ও সেহেরি বিতরণ করা হয়। তবে মসজিদে প্রতিদিন অসহায় মানুষের ইফতারের ব্যবস্থা করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন কবি নজরুল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ জামাল উদ্দিন।
তিনি জানান,রোজার শুরু থেকেই ইয়াসিন ও তার কর্মীরা ইফতারের সময় হলেই খাবার নিয়ে এসে কলেজের বাইরে থেকে রোজাদার রিকশা চালক, দিনমজুর ও ভিক্ষুকদের ডেকে আনে ইফতার করার জন্য।প্রতিদিন প্রায় ১০০ জন মসজিদে ইফতার করেন।