Uncategorized

মরহুম আলহাজ্ব গাজী আঃ হাদির স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক ২৬ জানুয়ারী ২০২১ , ৫:১১ পিএম প্রিন্ট সংস্করণ

ইন্দ্র জিত রায়ঃ

করোনার কারনে দির্ঘদিন ফুটবল সহ সমস্ত খেলাধুলা বন্ধ থাকার পর চুক-নগর নরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছাস ও উত্তেজনা। শুধু খুলনা নয় পার্শবর্তি যশোর, সাতক্ষীরা, বাগেরহাট জেলা থেকেও আসে দর্শকরা। মাঠে এসে খেলা দেখতে পেরে খুশি বিভিন্ন বয়সি হাজারো দর্শক। আর অনেক দিন পরে মাঠে খেলতে পেরে খেলোয়াড়রাও উৎসসিত। মাদক মুক্ত সমাজ গড়তে এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা।সোমবার ২৫ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সঘের আয়োজনে সাবেক উপজেলার চেয়ারম্যান মরহুম আলহাজ্ব গাজী আঃ হাদির স্বরণে ১৬ দলী নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল শেষ ম্যাচ অনুষ্টিত।

শেখ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্তে
উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এ বি এম শফিকুল ইসলাম। নাইজেরিয়া ও ক্যামেরুনের খেলোয়াড়দের সম্বনয়ে হাজারো দর্শকদের সামনে নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘ খুলনা কে ১/০ গোলে পরাজিত করে সেমিফাইনালে পদার্পণ করে সৈকত ফুটবল একাদশ সাতক্ষীরা।টুর্নামেন্ট শেষে অথিতিরাবিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করে।স ম নাজমুল বারী,শামিম হাসান ও বরুন সানার পরিচালনায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তালা সৈকত ফুটবল একাদশের খেলোয়াড় আকাশ

আরও উপস্হিত ছিলেন শংকর নন্দী বিশিষ্ট ব্যাবসায়ী চুকনগর বাজার,শেখ কামাল হোসেন বিশিষ্ট ব্যাবসায়ী চুকনগর বাজার,আশুতোষ দাস উপসহকারী কৃষি অফিসকর ডুমুরিয়া খুলনা,মাহামুদুল কালাম মিতু সভাপতি খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি।জাহাঙ্গীর আলম (মুকুল)চ্যানেল এস ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি খুলনা।
আক্তারুজ্জামান লিটন তরুন সমাজসেবক
চুক-নগর বাজার।টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন মনিরুজ্জামান লিটন ও মফিজুল ইসলাম মফিজ।
ধারাবর্ষে ছিলেন মহির উদ্দিন মাহি,জি এম শাহাজানও কামরুজামান বুলু।