জাতীয়

মধ্যরাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর

  নিজস্ব প্রতিবেদক ২৭ ডিসেম্বর ২০২০ , ৭:৫৬ এএম প্রিন্ট সংস্করণ

খোরশেদ আলম শিকদার,স্টাফ রিপোর্টার:

রাজধানীতে মধ্যরাতে শীতার্ত অসহায় নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন ডিএমপির কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর। শনিবার (২৬ ডিসেম্বর ২০২০) রাত সাড়ে ১১টা থেকে রাত ১ঘটিকা পর্যন্ত তিনি কম্বল বিতরণ করেন।

ছিন্নমুল বাংলাদেশ এর সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬০,৬১,৫৯ ও ৫৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তায় যে সব লোক শীতে কাতরাচ্ছে, রাস্তায় শুয়ে আছে, তাদের মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন। এছাড়াও রিকসার চালকদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর বলেন, রাস্তায় যারা শীতের মধ্যে শুয়ে শীতে কাতরাচ্ছে তারাও মানুষ আর যারা লেপ, তোষক ও দামী কম্বল গায়ে দিয়ে আরামে বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন তারাও মানুষ। পার্থক্য শুধু কেউ গরীব, আর কেউ ধনী। মহানআল্লাহ দু’জনকেই সৃষ্টি করেছে। এ গরীব অসহায়দের কথা বিবেচনা করে ছিন্নমুল বাংলাদেশ এর লোকজন কম্বল বিতরণ করার যে উদ্যোগ নিয়েছে তা একটি মহৎ উদ্যোগ। তাদের সহায়তায় আমি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমার খুব ভাল লাগছে। এভাবে প্রতিটি ধনী মানুষ এগিয়ে আসা উচিত। এসময় সাথে ছিলেন কদমতলী থানার এস আই আলম বাদশা, ছিন্নমুল বাংলাদেশ এর নাঈমুর রহমান, হৃদয় ও ইশতিয়াক আহমেদ দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ খোরশেদ আলম শিকদার,সাংবাদিক জাকির হোসেনসহ আরও অনেকে।