Uncategorized

মঠবাড়িয়ার পেরু সিকদার, ফারুক ও বাবুল তিন ভাইয়ের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক ১১ এপ্রিল ২০২১ , ৮:২১ পিএম প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এক সপ্তাহের লকডাউনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। এই পরিস্থিতির সুযোগ নিয়ে মঠবাড়িয়ার সাবেক কমিশনার মোঃ আব্দুল কুদ্দুস মৃধার বাড়ির সীমানার বেড়া ভেঙ্গে লুটপাট ও অবৈধ ভাবে জায়গা দখলে নেমেছে ওয়াদুদ সিকদার পেরু, তার মেজ ভাই ফারুক ও ছোট ভাই বাবুল। গত কাল জায়গা দখলের জন্য লোকজন নিয়ে সীমানায় ঢুকে বাড়ির টিনের বেড়া ভেঙে ফেলে। তবে পেরু মিয়া দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে দাবি করে আসছিল ওই বাড়ির সীমানার মালিক তিনি। এ নিয়ে পিরোজপুর জেলা আদালতে মামলা হয়। মামলা চলাকালীন সময়ে সে আরো একবার এমন হামলা ভাঙচুর করে তখন সাবেক কমিশনার মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন এবং থানা ইনচার্জ শালিস ডাকেন এবং শালিসিতে ডাকা হলে পেরু আর শালিসিতে বসতে চায় না। কিন্তু সে দাবি করে আসছে! সে জমি পাবে। এবং জমি দখল করবে বলে, ঐ বাড়ির সবাইকে নানান ভাবে খুনের হুমকি দিয়ে আসছে। তার তিন ভাইয়ের বিরুদ্ধে এমনি অভিযোগ ভুুুক্তভোগী পরিবারের। তবে ভুক্তভোগী পরিবারটি সম্মানের কথা ভেবে সবসময় চুপ করে থাকে। আর এই চুপ করে থাকাকে দুর্বলতা ভেবে ওরা তিন ভাই এবং লোকজন নিয়ে বাড়ির সীমানা ভেঙে দখল নিতে যায় এবং সাবেক কমিশনারের ছোট ছেলের বউয়ের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন টেনে নিয়ে যায়। এবং রায়েন্দা রোড গিয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান ভুক্তভোগীরা। এবিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জানান, আমরা ইতিমধ্যে পেরু শিকদার ও তার তিন ভাইয়ের নামে লিখিত অভিযোগ পেয়েছি এবং আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।