জাতীয়

ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

  নিজস্ব প্রতিবেদক ৯ সেপ্টেম্বর ২০২০ , ৪:১৬ পিএম প্রিন্ট সংস্করণ

গত কয়েক দিনের ভ্যাপসা গরমে ও মৃদু তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসী। ভাদ্র মাসে বৃষ্টির পরিবর্তে প্রচণ্ড গরমে অনেকে অসুস্থবোধ করছেন। অবশেষে বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি মিলেছে নগরবাসীর মধ্যে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বৃষ্টিতে শীতল হয়েছে রাজধানীর জনজীবন ও প্রকৃতি। তবে হঠাৎ করে আসা এ বৃষ্টিতে রাস্তায় থাকা মানুষজন পড়েছে দুর্ভোগে। সঙ্গে ছাতা না থাকায় কাকভেজা হয়ে যান অনেকে।

একপশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। তাতে কয়েক দিনের ভ্যাপসা গরমের পর জনজীবনে কিছুটা স্বস্তি অনুভূত হয়েছে। এদিকে রাস্তায় থাকা ব্যস্ত মানুষরা ঝড় ও বৃষ্টির কারণে আটকা পড়েন বিভিন্ন জায়গায়। অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট ও ভবনে ছুটে যান।

এমনিতেই কয়েকদিন ধরেই তাপদাহে পুড়ছে নগরী। তীব্র বাতাসের সঙ্গে ছিল প্রচণ্ড ধুলো। দিনের বেলা সূর্যের তাপ আর ছিল ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে লোকজনের বাসা থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছিল।