নিজস্ব প্রতিবেদক ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১০:১৯ পিএম প্রিন্ট সংস্করণ
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল ৩ টায় কবি নজরুল উচ্চ বিদ্যালয় হলরুমে মোঃ মনিরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন । বিশেষ অতিথি বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাছান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি ও সৈনিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদসহ বীরগঞ্জ উপজেলা শাখার সকল সৈনিক লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে উন্নয়নের কাজে নিয়োজিত থেকে সহযোগিতা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।