খেলাধুলা

বিশ্ব খাদ্য সংস্থার শুভেচ্ছা দূত তামিম

  নিজস্ব প্রতিবেদক ৭ নভেম্বর ২০২০ , ১২:২৪ পিএম প্রিন্ট সংস্করণ

লড়াইয়ে নেমেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই লড়াই ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াই। জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন তামিম। কাজ করবেন ক্ষুধামুক্ত দেশ গড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে তামিম নিজেই জানিয়েছেন বিষয়টি।

ডব্লিউএফপির শুভেচ্ছা দূত হয়ে ওই ভিডিও বার্তায় তামিম বলেছেন, আমি জাতিসঙ্ঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে বিবেচিত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।

তিনি আরও লিখেন, যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনো প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে। চলমান কোভিড-১৯ মহামারি অনেকের জীবনকেই আরো বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।