রাজনীতি

বিনা পয়সায় একমাত্র বাংলাদেশে সেবা পাওয়া যায়: মন্ত্রী গাজী

  নিজস্ব প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১১:০০ পিএম প্রিন্ট সংস্করণ

 

মোঃ মোয়াশেল ভূইয়া

বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বলেছেন, বিনা পয়সায় একমাত্র বাংলাদেশে সেবা পাওয়া যায়। পৃথিবীর অন্য কোনো দেশে পয়সা ছাড়া সেবা পাওয়া যায় না। স্মাটকার্ড, করোনার টিকা জনগণ বিনা পয়সায় পাচ্ছে। স্মাটকার্ড পেয়ে ভোটারবৃন্দ মহাখুশি হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ বিনামূল্যে সেবা পাচ্ছে।

বৃহস্প‌তিবার (২৫ ফেব্রুয়ারী) দুপু‌রে রূপগঞ্জের মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষদ কার্যাল‌য়ে স্মার্ট জাতীয় প‌রিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি ব‌লেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রে একজন নাগরিকের জীবনের সব বৃত্তান্ত দেয়া আছে। এতে একজন নাগরিকের প্রকৃত পরিচয় পাওয়া যাবে। এ জাতীয় পরিচয়পত্র যাতে কেবল ভোটারের জন্য নয়, বহুবিধ ব্যবহার যেন হয়, সে সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। নাগরিক হিসাবে সঠিক সেবাটা ঠিকমতো নেওয়ার জন্য এই পরিচয়পত্র।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করেছে। পৌর নির্বাচন শেষ হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। আমাদের উপজেলায় (রূপগঞ্জ) যতগুলো ভোট হবে সব গুলোতে ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার অনুরোধ করছি। আপনারা আমার এই অনুরোধটা নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দেবেন। নির্বাচন কমিশন যেনো আমার অনুরোধটা রাখে। আমার নির্বাচনী এলাকায় সঠিক নির্বাচন পদ্ধতি চাই।

রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, ঢাকা অঞ্চ‌লের আঞ্চ‌লিক নির্বাচন কর্মকর্তা বেগম মাহফুজা আক্তার, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুব রহমান, মুড়াপাড়া ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল আহ‌মেদ আলমাছ, রূপগঞ্জ থানার ইন্স‌পেক্টর (তদন্ত) এইচ এম জসিম উদ্দিন প্রমুখ।