জাতীয়

বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ জনগণের অনেক কাছাকাছি হচ্ছে____এডিসি দ্বীন মোহাম্মদ

  নিজস্ব প্রতিবেদক ১৯ জানুয়ারী ২০২১ , ৬:১৫ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”এই স্লোগান কে সামনে রেখে এবং মাদক দ্রব্যের কুফল, ভাড়াটিয়া তথ্য,কিশোর গ্যাং,বিট পুলিশিং কার্যক্রম,ইভটিজিং ও করোনা ভাইরাসে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজধানীর ডেমরার শাহজালাল রোডে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (১৮ জানুয়ারি) রাত ৭ টায় শাহজালাল রোডে পুলিশ,স্থানীয় জনতা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সদ্য নিয়োগ প্রাপ্ত ইনচার্জ মোঃ হান্নান তালুকদারের সভাপতিত্বে ও ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন লস্করের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব দ্বীন মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান। এসময়
আরোও উপস্থিত ছিলেন, ডেমরা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দীন খন্দকার,
বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবিএম আরিফ,ডেমরা জোনের পিআই আলমগীর হোসেন,সাবেক ইউপি সদস্য আবদুল হক স্বপন, নোয়াগাও ইউপি চেয়ারম্যান জনাব রানা আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  আবদুর রাজ্জাক লালন, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ ও যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।
জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তায় ব্যতিক্রমী কাজ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ কমিশনারের নির্দেশে এলাকার বাসা-বাড়ির মালিক-ভাড়াটিয়া, সাধারণ মানুষ এবং স্থানীয় রাজনীতিকদের নিয়ে উঠান বৈঠক করছে পুলিশ। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় বিটকেন্দ্রিক এ বৈঠক হচ্ছে, যা আইনশৃঙ্খলায় সাফল্য আনতে পারে বলে পুলিশ কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দ্বীন মোহাম্মদ বলেন, উঠান বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা উন্নয়ন, পুলিশি সেবা বৃদ্ধি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, পুলিশিং কার্যক্রম বৃদ্ধি, এলাকার অপরাধীদের তথ্য জানা, কীভাবে রোধ করা যায় এবং জনগণ কীভাবে সহায়তা করতে পারবে, সব বিষয় খোলামেলা জানা যাবে। একটি সৎ উদ্দেশ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য জনগণের সহায়তাও চেয়েছেন তিনি।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার নাসির উদ্দীন বলেন ডেমরা থানার বিভিন্ন বিটে ইতিমধ্যে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে নিরাপত্তার স্বার্থে প্রত্যেক নাগরিকের তথ্য চাওয়া হয়। জননিরাপত্তা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ওসির দরজা সবার জন্য সব সময় খোলা আছে বলেও তিনি জানান।