নিজস্ব প্রতিবেদক ১৭ অগাস্ট ২০২০ , ১:২৭ পিএম প্রিন্ট সংস্করণ
রাজীব হোসেন রাজু
গতকাল শনিবার রূপগঞ্জের চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদে পালিত হলো ১৫ আগষ্টের জাতীয় শোক দিবস। শেখ রাসেল নগর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলী শিকদারের উপস্থাপনায় ও প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যারা নৃসংশভাবে হত্যা করেছে তাদের এদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভ‚ইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদের আহŸায়ক নূর আলম মুন-তিনি বলেন মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমারা সকল নেতৃবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামীলীগ যে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবে কাজ করব এবং পাশাপাশি মন্ত্রী মহোদয়ের দীঘায়ু ও মঙ্গল কামনা করি। এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরাফাতসহ স্থানীয় সকল নেতৃবৃন্দ।