শিক্ষা

বাউবির ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটিকে গতিশীল করার লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক ১৫ জানুয়ারী ২০২১ , ১:৪৯ এএম প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অধিক গতিশীল করার লক্ষে, বর্ধিত সভা,১৪/০১/২০২০১ ইং তারিখ বিকাল ০৪ ৩০ মিনিট এর সময়ে পুরানা পল্টলস্থ হোটেল রয়েল প্যালেস অডিটোরিয়াম হলে, বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে, সিদ্ধান্ত, হয়, ১) ০৮টি বিভাগের সাংগঠনিক সম্পাদক, পুনরায়, চিঠি, প্রদান,
২) আগামী ২৬ শে মার্চের মধ্যে ৬৪ জেলা, ও মহানগর কমিটি, গঠন,
৩) সংগঠনের ব্যাংক হিসাব খোলা, সহ স্বরণিকা প্রকাশ,
৪) পরপর তিনটি জাতীয় প্রোগ্রামে, উপস্থিত না হলে, অটো সংগঠন হইতে বহিষ্কার বলিয়া গন্যহবে,
৫) প্রতিষ্ঠাতাদের সস্মননা স্বারক প্রদান, বিষয়ে চুরান্ত,
৬) ১৬ ই ফ্রেরুযারী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন ও ২১ ফ্রেরুযারী আন্তঃ জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন, চুরান্ত,
উক্ত সভায় উপস্থিত ছিলেন,সহ সভাপতি শেখ আব্দুস সালাম সুজুন, ছোরাফ হোসেন,
সন্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম, সার্বিক দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক মো: সোলাইমান ইসলাম,
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র নেতা আল মামুন , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম খান মোঃ হাবিবুর রহমান হাবিব, , দপ্তর সম্পাদক বীরের সন্তান মাইনুদ্দীন, মহিলা সম্পাদক মোঃ রোমানা আক্তার সাজু, , ঢাকা কলেজের সভাপতি আরমান, সেন্ট্রাল উইমেন্স কলেজের সভাপতি মোঃ আবু সাহিন আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, জনিদাস, ও হাবিবুল্লাহবাহার বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিনিধি, সহ বাউবির শিক্ষার্থী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ,গভীর শ্রদ্ধান্তে
বীর মুক্তিযোদ্ধার সন্তানমোঃ আব্দুর রশিদ মন্ডল রানা
সভাপতি বাউবি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি,
মানুষের সেবাই অবিরাম পথ চলা,