জাতীয়

বাংলাদেশকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম : চুক্তি সই

  নিজস্ব প্রতিবেদক ৭ নভেম্বর ২০২০ , ১১:১৯ এএম প্রিন্ট সংস্করণ

বাংলাদেশকে করোনার ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। প্রত্যেক ব্যক্তির দুই ডোজ করে টিকা নিতে হবে। অর্থাৎ এই ৩ কোটি ডোজ টিকা বাংলাদেশের দেড় কোটি মানুষকে দেওয়া যাবে। ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ হবে। এটি কার্যকর প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেক্সিমকো ফার্মার সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের করোনা ভ্যাকসিন সংক্রান্ত সমঝোতা স্মারক সই শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।