জাতীয়

বঙ্গোপসাগরে ১৩ লাখ ইয়াবাসহ ট্রলার আটক

  নিজস্ব প্রতিবেদক ২৪ অগাস্ট ২০২০ , ৩:০৩ পিএম প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে গভীর সমুদ্র থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র‌্যাব-১৫। এ সময় দু’জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর ইনচার্জ আজিম আহমেদ।  রোববার (২৩ আগস্ট) তাদের আটক করা হয় বলে জানা যায়।

সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর আটক হওয়া সবচেয়ে বড় ইয়াবা পাচারের চালান এটি। বাজার মূল্যে এসব ইয়াবার দাম অর্দশত কোটি টাকা বলে জানা গেছে। র‍্যাব সূত্র জানায়, বঙ্গোপসাগর দিয়ে ইয়াবা পাচার হবে এমন গোপন খবর ছিল র‍্যাবের কাছে। এরপরই র‍্যাব গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গতকাল রোববার ১৩ লাখ পিস ইয়াবাসহ ট্রলারটি আটক করে। এসময় ২ জনকে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। দুপুরে কক্সবাজারে র‍্যাব -১৫ কার্যালয়ে এ সংক্রান্ত ব্রিফিং দেয়ার কথা রয়েছে