রাজনীতি

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ডেমরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  নিজস্ব প্রতিবেদক ৬ ডিসেম্বর ২০২০ , ১০:৪৫ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ, ডেমরাঃ

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী আতিকুর রহমান অাতিকের  উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ৭০ নং ওয়ার্ড কার্যালয় থেকে বের হয়ে ডেমরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টাফ কোয়ার্টার পয়েন্টে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,কাজী হাবিবুর রহমান হাবু, মাজহারুল ইসলাম, নুর হোসেন ও মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি  কাজী নুরুন নবী নবীনসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় হাজী আতিকুর রহমান বলেন,বলেন কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা মানে এদেশের স্বাধীনতার উপর আঘাত করা। তাই আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে প্রশাসনের প্রতি অনুরোধ- ভাস্কর্যের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃত্তরা।