নিজস্ব প্রতিবেদক ৬ ডিসেম্বর ২০২০ , ১১:২৬ পিএম প্রিন্ট সংস্করণ
সালে অাহমেদ, ঢাকাঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের অাহমেদের নিড়দেশে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা ছাত্রলীগ।
ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভের নেতৃত্বে রবিবার দুপুরে রাজধানীতে ছাত্রলীগ নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ বলেন, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।