জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কদমতলী থানা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

  নিজস্ব প্রতিবেদক ৬ ডিসেম্বর ২০২০ , ৯:০৪ পিএম প্রিন্ট সংস্করণ

 

খোরশেদ আলম শিকদার,স্টাফ রিপোর্টার ঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর কদমতলী থানা আওয়ামী লীগ। ঢাকা-নারায়নগঞ্জ সড়কের শ্যামপুর থেকে পোস্তগোলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী নুর হোসেন,৫৮,৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, সহ-সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম তাজু, অর্থ বিষয়ক সম্পাদক হাজী ফজলুর রহমান ফজু, দপ্তর সম্পাদক হাজী আমিনুর রহমান তারা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সম্পাদক সোহাগ শাহরিয়ার, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক, ৫৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান, মোঃ ইউনুছ শেখ, কদমতলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল কবির মুন, কদমতলী থানা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, কদমতলী থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক জিহাদ হোসেনসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।