জাতীয়

ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

  নিজস্ব প্রতিবেদক ২৪ অগাস্ট ২০২০ , ২:২২ পিএম প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গার হাওলীকান্দা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে শামিম (২২) ও রাকিব (২০) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার হাওলীকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শামিম ও রহিম ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী জানায়, শামিম ও রাকিব গ্রামের পাঁশের বিলে মাছ ধরার জাল পাততে যায়। পরে তারা গিয়ে দেখে স্থানীয় আব্দুর ছাত্তারের ছেলে জামাল ও আবজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।