নিজস্ব প্রতিবেদক ১৬ মার্চ ২০২১ , ১১:৪৮ পিএম প্রিন্ট সংস্করণ
প্রিয় ব্যক্তির স্বরণে,
শেখ মুজিব,
এফ. এইচ
শেখ মুজিব, শেখ মুজিব, , শেখ মুজিব,
যিনি এনেছে এই বাংলার বুকে
বিজয়ের প্রতিক ।
তুমি হাজারও বাঙালির লালিত স্বন্ন,
এই বাংলার অহংকার,
তাই তোমায় জানাই আজ,
সালাম লাখবার ।
তোমার কণ্ঠের ধ্বনি ,
আজও আমরা শুনি ।
একাত্তরের মহা নায়ক তুমি ,
তোমার জন্য পেয়েছি ফিরে,
এই বাংলার ভূমি ।
তোমার তেজি,সাহসি ভাষা ,
নতুন করে খুজে পেয়েছি,
বেঁচে থাকার আশা ।
তোমার জন্ম,
এই বাংলাকে করেছে ধন্য ।
আজ সেই মহান ব্যক্তির জন্মদিন,
স্বরনীয় হয়ে থাকবে চিরদিন ।