জাতীয়

প্রবাসীদের অর্থায়নে ঈদ উপহার বিতরণ

  নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২১ , ১০:৫৪ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

গ্রামের অসহায়দের প্রতি বছরের ন্যায় এই বছরেও প্রবাসিদের অর্থায়নে গাজী সাদ্দাম ও যুবকদের নিয়ে ঈদ উপহার বিতরণ করেন বাক্তার চর ৮নং ওয়ার্ড কোন্ডা ইউনিয়ন দঃ কেরানীগঞ্জ, ঢাকা।

এসময় উপস্থিত ছিলেন গাজী সাদ্দাম,দুলাল,রজ্জব,গাজী রনি,সাওন গাজী ,রোহান,ইমন,রায়হান,নয়ন, আকাশ,আলিনুর,রকি, এবং সাহবুল।

গাজী সাদ্দাম বলেন,আলহামদুলিল্লাহ্‌ প্রবাসি ও ব্যবসায়ী ভাইদের সার্বিক সহযোগীতায় সুষ্ঠ ও সুন্দর ভাবে হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরন করা হলো
স্যালুট জানাই, মানব সেবায় এগিয়ে আসা সকল প্রবাসী ও ব্যাবসায়ী ভাই দের কে। তিনি বলেন,এই ভাবে যদি সমাজের সকল ধনী মানুষেরা দরিদ্রদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন,তাহলে তারা কিছুটা হলেও ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা আমাদের সামর্থ অনুযায়ী মানুষকে সাহায্য করার চেষ্টা করি।আমরা ৫ বছর যাবত মানুষকে সাহায্য করে আসছি।ইনশাআল্লাহ সবার সহযোগিতা থাকলে সামনে এগিয়ে যেতে পারবো ও সবার পাশে থাকার চেষ্টা করবো।