নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২১ , ৯:০৭ এএম প্রিন্ট সংস্করণ
নজরুল ইসলাম বাবুঃ
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেছেন মাতুয়াইল হাজী লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি আঃ রাকিব ভুইয়া।
সোমবার (১০ মে) দুপুরে মাতুয়াইল লতিফ ভুইয়া কলেজের মাঠে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়।
খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া সেন্টু।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মনু বলেন, গত বছর এবং এবার করোনা মহামারীতে সমাজের দরিদ্র মানুষের মধ্যে নিয়মিত খাবার বিতরণ করছেন রাকিব ভুঁইয়া। এখন ঈদুল ফিতরের আগে সবার পাশে দাঁড়িয়েছেন। তার এই উদ্যোগ প্রশংসনীয়। এভাবে সবাই দরিদ্রদের পাশে দাঁড়ানে সমাজে আর অনাহারে অর্ধাহারে থাকবে না।
সভাপতির বক্তব্যে রাকিব ভুঁইয়া বলেন, সবার মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, পেঁয়াজ রয়েছে। ভবিষ্যতে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।