রাজনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশে ডেমরা থানা চত্ত্বর ও নবমল্লিকা স্কুলে মনোনয়ন প্রত্যাশী ভুঁইয়া বাবুর উদ্যোগে বৃক্ষরোপণ

  নিজস্ব প্রতিবেদক ৩ জুলাই ২০২০ , ১২:৫৩ পিএম প্রিন্ট সংস্করণ

সালে অাহমেদ, ডেমরাঃ
‘মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান’ এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লতিফ ভুঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ও ঢাকা-০৫ অাসনের উপনির্বাচনে সংসদ পদপ্রার্থী  অাঃরাকিব ভুইয়া ওরফে ভুইঁয়া বাবুর উদ্যােগে ডেমরার থানা চত্ত্বরে ও নবমল্লিকা একাডেমিতে বৃক্ষরোপন করা হয়।
শুক্রবার (৩ জুলাই)সকালে থানা চত্বরে এবং নবমল্লিকা মডেল একাডেমি প্রাঙ্গনে বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়
সংসদ পদপ্রার্থী অাঃরাকিব ভুইয়া ওরফে ভুইঁয়া বাবুর উপস্থিতিতে এসময় অারো ও উপস্থিত ছিলেন,ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান, ডেমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগ্ন সাধারন সম্পাদক জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের নজরুল ইসলাম বাবু,ডেমরা থানা সরকারি বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি এম এ সিদ্দিক সহ বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংসদ পদপ্রার্থী অাঃরাকিব ভুইয়া  বলেন, মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ডেমরা থানা চত্বরে বৃক্ষরোপণ করেছি।
এসময় তিনি আরও বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। পরিবেশ বান্ধব গাছ আমাদের সকলের বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো উচিৎ। আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি।দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।
ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচিকে স্বাগত জানাই।গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান।পৃথিবীর বায়ুকে পরিপূর্ণ রাখতে গাছ লাগানো অপরিহার্য।