জাতীয়

প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃতিত্বের সনদ মেডেলসহ বিভিন্ন উপহার পেলেন নিয়াজ খোরশেদ সানী

  নিজস্ব প্রতিবেদক ১৯ অক্টোবর ২০২১ , ৮:৫৮ পিএম প্রিন্ট সংস্করণ

নাজমুল হাসানঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কৃতিত্বের সনদ, মেডেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত আত্মজীবনী বই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বিভিন্ন ছবি সম্বলিত বই, খাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী ও সংবর্ধনা পেলেন দৈনিক যুগান্তর পত্রিকার দনিয়া প্রতিনিধি সাংবাদিক খোরসেদ আলম এর বড় ছেলে নিয়াজ খোরশেদ সানী।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় রাজধানীর বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জি.পি.এ +৫ পাওয়ার গৌরব অর্জন করার জন্য আজকের এত উপহার ও সম্মান।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর ২০২১ ইং (সোমবার) সকাল সাড়ে ৯টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হলে শেখ রাসেল দিবসের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করেন।
এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ +৫ পাওয়ার গৌরব অর্জন করেছে, তাই জাতীয় জীবনে ভবিষৎ বিনির্মাণকে অনুপ্রাণিত ও উৎসাহিত করার মহান প্রয়াসে, এ দেশ ও জাতির বরেণ্য কৃতি কিশোর প্রতিভা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ তনয় শহীদ শেখ রাসেলের উদ্দেশ্যে উদ্বুদ্ধ হওয়ার লক্ষে অত্র সনদপত্র প্রদান করা হয়েছে।

দৈনিক যুগান্তর পত্রিকার দনিয়া প্রতিনিধি সাংবাদিক খোরসেদ আলম এর বড় ছেলে বর্তমানে রাজধানীর ড.মাহবুবুর রহমান মোল্লা (ডিএমআরসি) কলেজে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেনিতে লেখাপড়া করে। আরও ভাল ফলাফল অর্জন করে যেন প্রতিষ্ঠিত জীবন গড়তে পারে সেজন্য দোয়া করার জন্য অনুরোধ রইল।