জাতীয়

প্রথম বাংলাদেশী হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘শিশু অধিকার’ প্রশিক্ষণ পাচ্ছেন আরিফ

  নিজস্ব প্রতিবেদক ১৯ অগাস্ট ২০২০ , ১২:২৮ পিএম প্রিন্ট সংস্করণ

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।সারাবিশ্ব থেকে শিক্ষার্থীরা মুখিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ের পড়ার জন্য।

বিখ্যাত সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিশু অধিকারকর্মী ও আন্তর্জাতিক মহলে মুখপাত্র হিসেবে খ্যাত আরিফকে শিশু অধিকারের উপর বিশেষ প্রশিক্ষণ জন্য মনোনীত করেছে।

অতীতে এই প্রশিক্ষণ পেয়েছিলেন ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়” থেকে নোবেলজয়ী মালালা ইউসুফ জায়ী।

জানা গেছে, ‘ চাইল্ড প্রোটেকশন, চাইল্ড রাইটস ইন থিওরি এন্ড প্রেকটিস ‘ নামক এই বিশেষ প্রশিক্ষনের মুল দায়িত্বে থাকছেন ‘ জেকলিন ভাবহা ‘। তিনি বিশ্ববিদ্যালয়টির ‘ প্রেকটিস অব হেলথ এন্ড হিউম্যান রাইটস ‘ অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে৷

এই ব্যাপারে আরিফ এই প্রতিবেদককে বলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বিশ্ব-খ্যাত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইমেইলটি পেয়ে। শিশু অধিকার বিষয়ে এই বিশেষ প্রশিক্ষণ ও বিখ্যাত বিশ্ববিদ্যালয়টির সনদ নিজ পেশাগত জীবনে বড় কাজে লাগবে৷ যেটা দেশের শিশুদের জন্য কাজ করতে বিশেষ সহায়ক হবে৷

উল্লেখ্য, বাংলাদেশের শিশু অধিকার নিয়ে কাজ করে দেশে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আরিফ।পেয়েছেন ইতিমধ্যে ইউনিসেফ, সেভ দ্যা চিলড্রেনস সহ দেশী- বিদেশী পদক।

সম্প্রতি জাতিসংঘ ৭৫ পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা পার্লামেন্ট বক্তব্য রেখেছেন বাংলাদেশের শিশুদের মুখপাত্র হয়ে।