নিজস্ব প্রতিবেদক ২১ জুন ২০২৩ , ১:৪৮ এএম প্রিন্ট সংস্করণ
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে।
মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
কাজিম উদ্দিন আহম্মেদ এমপির প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, বর্তমানে বাংলাদেশে ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। এগুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত। শরীয়তপুর এবং নাটোর জেলায় নতুন দুটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলছে।
সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে সারা দেশে সরকারি কলেজ ৭০১টি। এতে মোট শিক্ষার্থী ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। তাদের মধ্যে ছাত্র ১২ লাখ ৯৭ হাজার ২১৭ এবং ছাত্রী ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।
মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারের দরিদ্রবান্ধব কার্যক্রম গ্রহণের ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বেড়েছে। আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে সারা দেশে সাড়ে ৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।