জাতীয়

প্রতিষ্ঠা বার্ষিকীতে জয়নাল আবেদীন সৌরভের নেতৃত্ব বিশাল মিছিল

  নিজস্ব প্রতিবেদক ৫ জানুয়ারী ২০২১ , ১১:৩৪ এএম প্রিন্ট সংস্করণ

ডেমরা প্রতিনিধিঃ
৪ জানুয়ারী ২০২১ (সোমবার) ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে  ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জুবায়ের অাহমেদের দিকনির্দেশনায় ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভের নেতৃত্ব  বিশাল মিছিল নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করেন।
জয়নাল আবেদীন সৌরভ জানান, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছরে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে দেশের স্বাধীনতা রক্ষাসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। দেশের আগামী প্রজন্মকে সংঘবদ্ধ করে ছাত্রলীগকে সুসংগঠিত রাখতে চাই দক্ষ নেতৃত্ব। আর সে লক্ষে ডেমরা থানা ছাত্রলীগ নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে যোগদান করি।