নিজস্ব প্রতিবেদক ৩ অগাস্ট ২০২১ , ৮:৫৮ পিএম প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকায় দুই নং ওয়ার্ডে পদহীন নেতা আবুল বেপরোয়া শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আবু বকর সিদ্দিক। সংবাদে উল্লেখ করা হয়েছে দুই নং ওয়ার্ডে আবু বকর সিদ্দিক আবুল তার ভাই সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার নাম ভাঙ্গিয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার করছে। শিল্পকারখানার, কয়েল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ব্যবসা বানিজ্য নিয়ন্ত্রণ করছে এবং প্রতিষ্ঠানগুলো থেকে নিয়মিত চাঁদা আদায় করছে আবু বকর সিদ্দিক আবুল। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রোণোদিত বলে দাবি করছেন আবু বকর সিদ্দিক আবুল। আবু বকর সিদ্দিক আবুল জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। যতদিন বেঁচে থাকবেন এই আদর্শকে বুকে লালন করে আওয়ামী লীগের রাজনীতি করে যাবেন তিনি। আবুল বলেন, আসন্ন সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে আমার প্রতিপক্ষের লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এতে আমার রাজনৈতিক, ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুন্ন হয়েছে। এসকল মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ তদন্ত সাপেক্ষে প্রকাশ করার জন্য জাতির বিবেক সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রকাশিত সংবাদটির কোন সতত্যা নাই বলেও তিনি দাবি করেন। এসব মনগড়া সংবাদের নিরপেক্ষ তদন্ত করলে এর সততা মিলবে। তিনি বলেন, আমি এই মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
নিবেদক
মো: আবু বকর সিদ্দিক
আওয়ামী লীগ নেতা
দুই নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ