জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  নিজস্ব প্রতিবেদক ৩১ মার্চ ২০২১ , ১২:২৫ পিএম প্রিন্ট সংস্করণ

 

গত ২৪/০৩/২০২১ ইং তারিখে প্রকাশিত দৈনিক গনজাগরন পত্রিকায় ৮ পাতায় ৭/৮ কলামে ‘‘ডেমরা প্রেসক্লাব সোসাইটি ভুয়া সাধারন সম্পাদক দাবিকারী এই প্রতারক কে ধরিয়ে দিন’’ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি আর্কষন করে।আমি নজরুল ইসলাম বাবু ,পিতা আবদুল মজিদ খান ,সাংÑ রসুলনগর ,সারুলিয়া ডেমরা, ঢাকা।১৭ ই মার্চ ২০১৭ সালে ডেমরা প্রেসক্লাবের নিয়ম তান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ডেমরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নির্বাচিত হই এবং তখন থেকে কর্তব্য পরায়ন ও দায়িত্বশীল হয়ে ডেমরা প্রেস ক্লাবের নির্বাহী ও সাংগঠনিক কর্মকান্ড অদ্যবদি পরিচালনা করে আসছি।প্রকাশিত সংবাদটিতে আমার বিরুদ্ধে এবং তথাকথিত সেলিম নিজামী গংদের পক্ষ থেকে যেসব তথ্য ও উপাত্ত প্রেস করা হয় তা সব মনগড়া ও বানোয়াট,কল্পনা প্রসুত ও উদ্দেশ্য প্রনোদিত।উক্ত সংবাদের প্রেক্ষিতে ফলে আমার ব্যক্তিগত ও সামজিক ও সাংগঠনিক ভাবে মর্যাদা ক্ষুন্ন হয়েছে।উক্ত প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।

 

নিবেদক,

নজরুল ইসলাম বাবু

সাধারণ সম্পাদক, ডেমরা প্রেস ক্লাব