জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  নিজস্ব প্রতিবেদক ১৪ অক্টোবর ২০২০ , ১:৩৭ পিএম প্রিন্ট সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

একটি অনলাইন পোটাল নিউজে সোনারগাঁয়ে ভ’মি অফিসগুলোতে যেন টাকার খনি শিরোনামে সংবাদের একাংশে উল্লেখ্য করা হয়েছে উপজেলা ভ’মি অফিস থেকে শুরু করে ইউনিয়ন ভ’মি অফিসে চাকুরী করে কয়েকবছরে কর্মকতাকর্মচারী কোটি কোটি টাকার মালিক বনে গেছেন বলে উল্লেখ্য করা হয়েছে।

অপরদিকে সরকারী স্বার্থ না দেখে খাসজমি দেওয়ানী মামলা.সার্টিফিকেট মামলাসহ নামজারীকরা হয়। প্রকৃত ঘটনাহচ্ছে বেজাল ও অসর্ম্পূন কাগজপত্র থাকলে কাউকে নামজারী দেওয়া হয় বলে অপপ্রচার চালানো হচ্ছে। এতে কতিপয় দালল আমাদের অফিসের সুনাম নষ্টকরারজন্য পায়তারা চালাচ্ছে। উক্ত মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদেরতীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো: আল মামুন
সহকারি কমিশনার
সোনারগাঁও উপজেলা সোনারগাঁও নারায়ণগঞ্জ