জাতীয়

পোস্তগোলা পাগলা রোডে টি আই বিপ্লব ভৌমিক এর ব্যক্তিগত উদ্যোগে রাস্তার খানা খন্দ থেকে পানি অপসারণের চেষ্টা

  নিজস্ব প্রতিবেদক ১ অগাস্ট ২০২১ , ৮:০০ পিএম প্রিন্ট সংস্করণ

নাজমুল হাসানঃ

ডেমরা ট্রাফিক জোনের ঈগল বক্স এলাকার সদ্য যোগদানকৃত টি আই বিপ্লব ভৌমিক এর ব্যক্তিগত উদ্যোগে রাস্তার খানা খন্দ থেকে পানি অপসারণের চেষ্টা|স্হানীয় চালক ও পরিবহন সংশ্লিষ্ট লোকদের সাথে নিয়ে নিজ উদ্যোগে রাস্তায় জমে থাকা পানি অপসারণের জন্য ড্রেন করে দেন,কোথাও বালি ভরাট করে দেন।পোস্তগোলা -পাগলা রোড এলাকা ঘুরে সরেজমিনে প্রতিবেদক দেথতে পান টি আই বিপ্লব ভৌমিক নিজে দাড়িয়ে থেকে অক্লান্ত পরিশ্রম করে রাস্তা সংস্কারের কাজ করে চলেছেন।এ প্রসঙ্গে টিআই বিল্পব ভৌমিক সংবাদ কর্মীদের জানান যে,পোস্তগোলা হয়ে পাগলা নারায়নগঞ্জমুখী রাস্তাটি নির্মাণের পর থেকে দুপাশে মাঝেমধ্যে খানা-খন্দ ভরাটের একটু আধটু কাজ হলেও পুরোপুরি সংস্কার কাজ না হওয়ায় পুরো রাস্তাটিই এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তায় পানি জমে থাকলে গাড়ি চলাচলের সময় যে পানি পথচারীদের জামা কাপড় নস্ট করে দেয়,কখনো ছোট ছোট গাড়ি দুর্ঘটনা সম্মুখীন হয়,জনগণের দুর্ভোগ লাগব করতেই আমার এই প্রচেষ্টা,যানজট নিরসনে ও জনগণের দুর্ভোগ কমাতে আমার এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে|