দেশজুড়ে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সম্পদের হিসাব চেয়েছে দুূদক

  নিজস্ব প্রতিবেদক ২৬ জুলাই ২০২২ , ৬:০৩ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবুল কালাম আজাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৬ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালক মো. আকতার হোসেন আকতার আজাদ সই করা পাঠানো চিঠিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।

সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদকের অনুসন্ধানে অঢেল সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদ বা সম্পত্তির মালিক হয়েছেন।

তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে।

আরও খবর:

মানসিক ভারসাম্মহীন জোবেদা বেগম (৬০) তিন মাস যাবৎ নিখোঁজ

রূপগঞ্জ থেকে চুরি হওয়া কন্টেইনার ভর্তি ২০ লাখ টাকার সয়াবিন তেলসহ বিভিন্ন মালামাল আখাউড়া থেকে উদ্ধার

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর এলাকা হতে মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতিকালে ডাকাতি কার্যে ব্যবহৃত বাস ও দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাত চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব; ডাকাতির শিকার ০২ জন ভিকটিমসহ লুটকৃত পণ্যবাহী গাড়ি উদ্ধার

বিএনপির অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপির অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের

চান্দিনা থানায় আট কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার