নিজস্ব প্রতিবেদক ১৬ মার্চ ২০২১ , ১০:২০ পিএম প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি,
রাজধানীর একটি অভিজাত হোটেলে পপ অফ কালারের লিমিটেড এর সৌজন্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বজয়া।
নারী দিবসে আনন্দ উদযাপনের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের কর্মজীবী,পেশাজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা নারীদের সাথে নারী দিবস এর আনন্দ ভাগাভাগি করে নিয়ে তাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দিতেই এই বিশেষ আয়োজন।
এছাড়াও এই মিলন মেলায় সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত এবং সম্মানিত নারী ব্যক্তিত্বরা তাদের পেশা,ব্যবসায়িক জীবনের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবেন এবং পরামর্শ দিবেন।
এখানে নারীদের পেশা, ব্যবসা, উদ্যেগ, স্বাস্থ্য,মানসিক স্বাস্থ্য,আধুনিক জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রযাত্রার দিকগুলো বিশেষভাবে তুলে ধরা হবে।
এই ব্যাপারে এক বিবৃতিতে পপ অফ কালারের কর্ণধার টিনকার জান্নাত মিম বলেন, “যেকোন প্রতিকূলতা, বাঁধাবিপত্তি কাটিয়ে আমরা মেয়েরা ঘুরে দাড়াতে পারি। তাই আমরাই সর্বজয়া।এটিশুধু আমার গ্রুপ মেম্বারদের মিলনমেলা নয় বরং এটা তাদের জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এজন্য নানা আয়োজনের মাধ্যমে আমি এই অনুষ্ঠানটি সাজিয়েছি।”
এই অনুষ্ঠানে থাকছে আমন্ত্রিত অতিথিদের আলোচনা, কুইজ, রেফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব।
শুরুমাত্র আমন্ত্রিত অতিথি এবং পপ অফ কালারের রেজিস্টার মেম্বারগণই এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবেন।মেম্বারগন পাবেন ৮০০০ টাকার সমমূল্যমানের গিফট হেম্পার, বিভিন্ন ব্রান্ড কোম্পানী থেকে ডিসকাউন্ট অফার, শুভেচ্ছা সামগ্রী ইত্যাদি। এই অনুষ্ঠানে কো স্পন্সার হিসাবে থাকবে পিউরিটি, আহমেদ ফুড, মটোরলা, ইন এসোসিয়েসান উইথ এমএম কমিনিকেশান, অপ্পো।মিডিয়া পার্টনার দ্যা ডেইলি স্টার, ডেলিভারী পার্টনার পেপার ফ্লাই, ইভেন্ট পার্টনার এলিগেন্ট ইভেন সলিউশান, ফটোগ্রাফী পার্টনার ড্রিম ওয়েভার, বেভারেজ পার্টনার ট্রান্সকম। এছাড়া মুন্নু সিরামিক, নেসলে বাংলাদেশ, গোথরেজ, ফ্রিডম, সেনোরা, শক্তি দই, ডানো, ইউনিলিভার,পন্ডস, ইমামী হেয়ার ওয়েল, ইফাতসহ প্রায় ৭০টির মত রিনাইন্ড ব্রান্ড এবং ক্ষদ্র-মাঝারি উদ্যোক্তারা থাকবেন গিফট স্পন্সর হিসাবে। পপ অফ কালার বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা নারীদের জন্য একটি ভার্চুয়াল কমিউনিটি এবং প্লাটফর্ম। এখানে নারীদের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির জন্য বিভিন্ন কার্যক্রম চালানো হয় এবং দিক নির্দেশনা দেয়া হয়।