নিজস্ব প্রতিবেদক ২৩ জুলাই ২০২১ , ১২:৪২ পিএম প্রিন্ট সংস্করণ
পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহ জালাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ফেরিতে থাকা যাত্রীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে মূল পদ্মায় প্রবেশ করার পর ফেরিতে বড় বড় ঢেউ ও প্রচণ্ড স্রোতের কবলে পড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রচণ্ড বাতাসে ফেরিটির পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। তবে চালক তাৎক্ষণিকভাবে ফেরিটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।
রো রো ফেরি শাহ পরাণের চালক আব্দুর রহিম বলেন, ফেরির ইলেকট্রিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় নদীতে বাতাসের তীব্রতায় প্রচণ্ড স্রোত ছিল। ফলে ফেরিটির পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এ ঘটনায় খুঁটির কিছু না হলেও ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন যাত্রী আহত হয় বলে শুনেছি।’