নিজস্ব প্রতিবেদক ২৫ জানুয়ারী ২০২১ , ১২:০৪ পিএম প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর বেগমগঞ্জের বিএনপি নেতা টিটু হায়দার সিদ্ধিরগঞ্জে গ্রেফতার।
তিনি ৪ নং আলীপুর ইউনিয়নের যুবদল নেতা। গতকাল (২৪ জানুয়ারি) রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ চিটাগাং রোর্ডের একটি সেলুন থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
যুবদল নেতা টিটু হায়দারের স্ত্রী নুসরাত জাহান মনি জানান তিনি নোয়াখালী থেকে রাজধানির ডেমরার হাজীগঞ্জ তার খালাতো বোনের বাসায় বেড়াতে আসেন। তাঁর অপরাধ একটাই তিনি শুধু বিএনপির রাজনীতি করেন এলাকার যথেষ্ট সুনাম আছে। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,আমার স্বামীর অপরাধ থাকলে আদালত তার বিচার করবে।