জাতীয়

নেইমারের চোখে পানি এনে বায়ার্নের ‘বুনো শিরোপা উল্লাস’

  নিজস্ব প্রতিবেদক ২৪ অগাস্ট ২০২০ , ২:০০ পিএম প্রিন্ট সংস্করণ

দূরের পানে মেলে আঁখি

কেবল আমি চেয়ে থাকি

পরাণ আমার কেঁদে বেড়ায়

দুরন্ত বাতাসে।

কবিগুরু রবীন্দ্রনাথের এই বাক্যগুলোই যেন ৫ হাজার মাইল দূরে বসে মনে মনে পড়ছিলেন নেইমার। পুরো ম্যাচে নিজের সেরা নেইমারকে বেড়িয়ে আনতে না পারলেও সতীর্থদের বেশ কয়েকটি সুযোগ ‘মুখে তুলে দিয়েছিল’। কিন্তু ফাইনালের চাপ যে এখনও নিতে শিখেনি ২২ বছরের এমবাপ্পের কাঁধ, তারই প্রমাণ যেন বারবার দিলেন পুরো ম্যাচে। শেষ পর্যন্ত নেইমারদের কাঁদিয়েই শিরোপা জেতা বুনো উল্লাস করেছে দক্ষিণের তারকারাজিরা। পুরো ম্যাচে নিজেদের নামের সাথে সুবিচার করেই খেলে গেছেন প্রেসিং ফুটবল। যেখানে বায়ার্ন সকলের ধরা ছোঁয়ার বাইরে।